জাকারিয়া 5:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. পরে আমি আবার তাকিয়ে দেখতে পেলাম খোলা অবস্থায় একটা গুটানো কিতাব উড়ছে।

2. সেই ফেরেশতা আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?”জবাবে আমি বললাম, “আমি বিশ হাত লম্বা ও দশ হাত চওড়া একটা উড়ন্ত কিতাব দেখতে পাচ্ছি।”

3. তিনি আমাকে বললেন, “এটা হল সেই বদদোয়া যা সমস্ত দেশে প্রকাশিত হবে। তার একদিকে লেখা কথা অনুসারে সব চোরদের দূর করে দেওয়া হবে আর অন্য দিকের কথা অনুসারে মিথ্যা কসমকারীদেরও দূর করে দেওয়া হবে।

4. আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘আমি সেই বদদোয়া পাঠাব আর তা চোরদের ঘরে ও আমার নামে মিথ্যা কসমকারীদের ঘরে গিয়ে ঢুকবে এবং তা তাদের বাড়ীতে থেকে কাঠ ও পাথর সুদ্ধ বাড়ী ধ্বংস করে ফেলবে।’ ”

জাকারিয়া 5