জাকারিয়া 4:1-2 Kitabul Mukkadas (MBCL)

1. তারপর যে ফেরেশতা আমার সংগে কথা বলছিলেন তিনি ফিরে আসলেন এবং ঘুম থেকে জাগাবার মত করে আমাকে জাগালেন।

2. তিনি আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?”জবাবে আমি বললাম, “আমি একটা সোনার বাতিদান দেখতে পাচ্ছি যার মাথায় রয়েছে একটা তেলের পাত্র। সেই বাতিদানের উপরে সাতটা বাতি ও প্রত্যেকটি বাতিতে সাতটা সল্‌তে রাখবার জায়গা আছে।

জাকারিয়া 4