জবুর 94:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, অন্যায়ের শাস্তি দেবার অধিকারী আল্লাহ্‌,হে অন্যায়ের শাস্তি দেবার অধিকারী আল্লাহ্‌,তোমার নূর প্রকাশিত হোক।

2. হে দুনিয়ার বিচারকর্তা, তুমি ওঠো;অহংকারীদের যা পাওনা তা তুমি তাদের দাও।

3. আর কতকাল, হে মাবুদ,আর কতকাল দুষ্ট লোকেরাআনন্দে মেতে থাকার সুযোগ পাবে?

জবুর 94