জবুর 91:5-10 Kitabul Mukkadas (MBCL)

5. রাতের বিপদ আর দিনের হামলাকে তুমি ভয় করবে না;

6. ভয় করবে না অন্ধকারের চলমান মহামারীকেকিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।

7. হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক,আর হাজার দশেক পড়বে অন্য দিকে,কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।

8. দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে।

9. “হে মাবুদ, তুমিই আমার আশ্রয়স্থান।”তুমি স্থির করেছ আল্লাহ্‌তা’লা তোমার বাসস্থান;

10. সেজন্য তোমার কোন সর্বনাশ হবে না,তোমার বাড়ীর উপর কোন আঘাত পড়বে না;

জবুর 91