জবুর 90:4-16 Kitabul Mukkadas (MBCL)

4. তোমার চোখে হাজার বছর যেন চলে যাওয়া গতকাল,যেন রাতের একটা প্রহর মাত্র।

5. তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ,তারা স্বপ্নের মত;তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস।

6. সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে;সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়।

7. তোমার গজবে আমরা শেষ হয়ে যাই;তোমার জ্বলন্ত রাগে ভীষণ ভয় পাই।

8. আমাদের অন্যায় তুমি তোমার সামনে রেখে থাক;তোমার উপস্থিতির নূরে আমাদের গোপন গুনাহ্‌ প্রকাশ পায়।

9. তোমার ভীষণ রাগের নীচে আমাদের দিন কেটে যায়;নিঃশ্বাসের মতই আমাদের বছরগুলো শেষ হয়ে যায়।

10. আমাদের আয়ু মাত্র সত্তর বছর,শক্তি থাকলে আশি বছরও হয়;আমাদের আয়ু যতই হোক না কেনতাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট;বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই।

11. তোমার রাগের শক্তি কে বুঝতে পারে?কতজনের অন্তরে তোমার পাওনা ভয় আছে,যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?

12. তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে,আমাদের আয়ু কত অল্প,যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে।

13. হে মাবুদ, আর কতকাল?এবার তুমি ফেরো, তোমার গোলামদের প্রতি মমতা দেখাও।

14. নতুন করে তোমার অটল মহব্বত দিয়ে আমাদের তৃপ্ত কর,যেন আমরা আনন্দে কাওয়ালী গাইতে পারিআর খুশীতে জীবন কাটাতে পারি।

15. যতকাল ধরে তুমি আমাদের অহংকার ভেংগে দেবার কাজ করেছ,যত বছর আমরা কষ্টের মধ্যে ছিলাম,ততকাল তুমি আমাদের সুখে রাখ।

16. তোমার গোলামদের কাছে তোমার কাজআর তাদের সন্তানদের কাছে তোমার গৌরবতুমি প্রকাশ কর।

জবুর 90