জবুর 89:30-37 Kitabul Mukkadas (MBCL)

30. তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায়আর আমার শরীয়ত মেনে না চলে,

31. যদি তারা আমার নিয়ম অমান্য করেআর আমার হুকুম পালন না করে,

32. তবে বেত মেরে আমি তাদের গুনাহের শাস্তি দেব,তাদের অন্যায়ের শাস্তি দেব।

33. কিন্তু আমার অটল মহব্বতআমি তার উপর থেকে তুলে নেব না;আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।

34. আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না;আমার মুখ যা বলেছে তা বদলাব না।

35. আমার পবিত্রতার কসম খেয়ে আমি একবারই বলে রেখেছি-আমি দাউদের কাছে কখনও মিথ্যা বলব না;

36. তার বংশ চিরকাল থাকবে;তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।

37. আসমানের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মততা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা]

জবুর 89