জবুর 89:26-31 Kitabul Mukkadas (MBCL)

26. সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,আমার আল্লাহ্‌, আমার রক্ষাকারী পাহাড়।’

27. আমিও তাকে আমার প্রথম সন্তান করব;দুনিয়ার বাদশাহ্‌দের মধ্যে তাকে প্রধান করব।

28. চিরকাল তার প্রতি আমার মহব্বত থাকবে;তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।

29. আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব;যতদিন আসমান থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে।

30. তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায়আর আমার শরীয়ত মেনে না চলে,

31. যদি তারা আমার নিয়ম অমান্য করেআর আমার হুকুম পালন না করে,

জবুর 89