জবুর 89:15-22 Kitabul Mukkadas (MBCL)

15. ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে;হে মাবুদ, তারা তোমার দয়ার দৃষ্টির নূরেচলাফেরা করে।

16. সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ;তোমার সততা তাদের উঁচুতে তোলে।

17. তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য;তোমার রহমতই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে।

18. আমাদের বাদশাহ্‌কে ইসরাইলের আল্লাহ্‌ পাক নিযুক্ত করেছেন;আমাদের সেই ঢাল মাবুদেরই নিযুক্ত।

19. একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে,“আমি এক বীরকে সাহায্য করেছি;লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।

20. আমার গোলাম দাউদকে আমি খুঁজে পেয়েছি;আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি।

21. আমার শক্তিশালী হাত তার সংগে থাকবে;আমার হাতই তাকে শক্তি দান করবে।

22. কোন শত্রু তার উপরে উঠতে পারবে না;কোন দুষ্ট লোক তাকে জুলুম করতে পারবে না।

জবুর 89