2. তোমার সামনে আমার মুনাজাত উপস্থিত হোক;তুমি আমার ফরিয়াদ শোন;
3. কারণ আমার অন্তর দুঃখে ভরা;আমার প্রাণ প্রায় কবরের কাছে চলে গেছে।
4. যারা কবরে যাবে তাদের মধ্যেই আমাকে ধরা হয়েছে;শক্তিশালী হয়েও যে শক্তিহীন হয়ে পড়েছেআমি তারই মত হয়েছি।
5. আমাকে যেন মৃতদের মধ্যে ফেলে রাখা হয়েছে;আমি মেরে ফেলা, কবরে শুয়ে থাকা লোকদের মতই হয়েছি,যাদের কথা তুমি আর মনেও কর না,যারা তোমার সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
6. তুমি আমাকে কবরের সবচেয়ে নীচু জায়গায় রেখেছ,রেখেছ অন্ধকারময় গভীর জায়গায়।