জবুর 86:2-13 Kitabul Mukkadas (MBCL)

2. আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত;হে আমার আল্লাহ্‌, যে গোলাম তোমার উপর ভরসা করছেতাকে তুমি রক্ষা কর।

3. হে মালিক, আমার প্রতি রহমত কর,কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।

4. তোমার গোলামের মনে আনন্দ দাও,কারণ হে মালিক, আমার অন্তরআমি তোমার দিকেই তুলে ধরছি।

5. হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী;যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর।

6. হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও;আমার মিনতির কান্না তুমি শোন।

7. বিপদের দিনে আমি তোমাকে ডাকব,কারণ তুমি আমাকে জবাব দেবে।

8. হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই;তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না।

9. হে মালিক, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসেতোমার সামনে সেজদা করবে;তারা তোমার গুণগান করবে।

10. তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক;একমাত্র তুমিই আল্লাহ্‌।

11. হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও,যাতে আমি তোমার সত্যে চলতে পারি;তোমাকে ভয় করার জন্যআমার দোটানা অন্তরকে তুমি এক কর।

12. হে আল্লাহ্‌, আমার মালিক,আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব;চিরকাল তোমার গুণগান করব।

13. আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই;কবরের সবচেয়ে নীচু জায়গা থেকেতুমি আমার প্রাণ রক্ষা করেছ।

জবুর 86