জবুর 80:5-14 Kitabul Mukkadas (MBCL)

5. খাবার জিনিস হিসাবে তুমি চোখের পানি তাদের খেতে দিয়েছআর প্রচুর চোখের পানি পান করিয়েছ।

6. তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরাআমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে।আমাদের শত্রুরা আমাদের নিয়েনিজেদের মধ্যে হাসি-তামাশার করে।

7. হে আল্লাহ্‌ রাব্বুল আলামীন,আমাদের তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও;তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক,আমরা তাতে উদ্ধার পাব।

8. তুমি একটা আংগুর লতার মতমিসর দেশ থেকে আমাদের আনলে;অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।

9. তুমি তার জন্য জমি পরিষ্কার করলে;তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল।

10. তার ছায়ায় পাহাড়-পর্বত ঢেকে গেল;তার ডালপালা বড় বড় এরস গাছগুলো ঢেকে ফেলল।

11. সাগর পর্যন্ত সে তার ডালপালাআর ফোরাত নদী পর্যন্ত তার নতুন নতুন ডাল ছড়িয়ে দিল।

12. কেন তার রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিলে,যার জন্য যারা তার পাশ দিয়ে যায় তারাই তার ফল ছেঁড়ে?

13. বনের শুয়োর এসে তা খেয়ে ফেলে;মাঠের প্রাণীরাও তা খায়।

14. হে আল্লাহ্‌ রাব্বুল আলামীন, তুমি ফিরে এস;বেহেশত থেকে তুমি চেয়ে দেখআর এই আংগুর লতার দেখাশোনা কর,

জবুর 80