জবুর 80:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. হে ইসরাইলের পালক, তুমি আমাদের কথায় কান দাও;তুমি ইউসুফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নি"ছ।তুমি কারুবীদের উপরে আছ,তোমার নূর তুমি ছড়িয়ে দাও।

2. তুমি আফরাহীম, বিন্‌ইয়ামীন ও মানশা-গোষ্ঠীর সামনেতোমার শক্তিকে জাগিয়ে তোলআর আমাদের উদ্ধার করতে এস।

3. হে আল্লাহ্‌, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক,আমরা তাতে উদ্ধার পাব।

জবুর 80