জবুর 79:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. হে আল্লাহ্‌, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে,তারা সেখানে ঢুকে পড়েছে;তোমার পবিত্র ঘরটা তারা নাপাক করেছে;জেরুজালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।

2. তোমার গোলামদের লাশগুলোতারা আকাশের পাখীদের খেতে দিয়েছে;তোমার ভক্তদের লাশের গোশ্‌ত দুনিয়ার পশুদের দিয়েছে।

3. জেরুজালেমের চারদিকে তারা পানির মত করেতাদের রক্ত ঢেলে দিয়েছে;তাদের দাফন করবার কেউ নেই।

4. প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি,আমাদের চারপাশের লোকদের কাছেহাসি-তামাশার খোরাক হয়েছি।

জবুর 79