জবুর 78:6-12 Kitabul Mukkadas (MBCL)

6. যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নিতারা সেগুলো জানতে পারেআর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।

7. তাহলে তারা আল্লাহ্‌র উপরে ভরসা করবে;তাঁর কাজগুলো তারা ভুলে যাবে নাবরং তাঁর হুকুমগুলো পালন করবে।

8. এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না;সেই পূর্বপুরুষদের অন্তর আল্লাহ্‌র প্রতি অটল ছিল নাআর মনও বিশ্বস্ত ছিল না।

9. আফরাহীমের লোকেরা ধনুকধারী হলেওযুদ্ধের দিনে পিছু হটে গিয়েছিল।

10. তারা আল্লাহ্‌র ব্যবস্থা পালন করে নি,তাঁর শরীয়ত মতে চলতে তারা অস্বীকার করেছিল।

11. তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল,ভুলে গিয়েছিল তাঁর অলৌকিক কাজের কথাযা তিনি তাদের দেখিয়েছিলেন।

12. বনি-ইসরাইলদের পূর্বপুরুষদের চোখের সামনেতিনি অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন;মিসরে ও সোয়ন এলাকায় তিনি তা দেখিয়েছিলেন।

জবুর 78