জবুর 78:51-59 Kitabul Mukkadas (MBCL)

51. তিনি মিসর দেশের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আঘাত করলেন,আঘাত করলেন হাম-বংশের তাম্বুতেযৌবন শক্তির প্রত্যেকটি প্রথম ফলকে।

52. এর পর তাঁর বান্দাদের তিনি ভেড়ার মত করেবের করে আনলেন,আর মরুভূমির মধ্য দিয়ে ভেড়ার পালের মত করেতাদের পরিচালনা করলেন।

53. তিনি তাদের নিরাপদে নিয়ে আসলেন,তাদের কোন ভয় হল না;কিন্তু সাগর তাদের শত্রুদের গিলে ফেলল।

54. শেষ পর্যন্ত তিনি তাঁর পবিত্র দেশে তাদের নিয়ে আসলেন,নিয়ে আসলেন সেই পাহাড়ী দেশেযে দেশ তাঁর ডান হাতে তিনি দখল করেছিলেন।

55. তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের তিনি তাড়িয়ে দিলেন,আর সেই জাতিদের জায়গা-জমি তিনি জরীপ করেসম্পত্তি হিসাবে তাদের ভাগ করে দিলেন;তাদের ঘর-দুয়ারে ইসরাইলের গোষ্ঠীদের বাস করালেন।

56. কিন্তু তবুও তারা আল্লাহ্‌তা’লাকে পরীক্ষা করলআর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল;তাঁর হুকুম তারা পালন করল না।

57. তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়েবেঈমানী করল;বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।

58. তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করেতাঁর রাগ জাগিয়ে তুলল;খোদাই-করা মূর্তি পূজা করেতাঁর পাওনা এবাদতের আগ্রহ বাড়িয়ে তুলল।

59. এ সব দেখে-শুনে আল্লাহ্‌ রাগ করলেন;তিনি ইসরাইলকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করলেন।

জবুর 78