জবুর 78:17-25 Kitabul Mukkadas (MBCL)

17. কিন্তু তারা তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করতেই থাকল;আল্লাহ্‌তা’লার বিরুদ্ধে মরুভূমিতে বিদ্রোহ করল।

18. তাদের ইচ্ছামত খাবার দাবি করেমনে মনে তারা আল্লাহ্‌কে পরীক্ষা করল।

19. তারা আল্লাহ্‌র বিরুদ্ধে এই কথা বলল,“আল্লাহ্‌ কি মরুভূমিতে খাবার দিয়েটেবিল সাজাতে পারেন?

20. তিনি পাথরে আঘাত করলেনআর তা থেকে উপ্‌চে পড়া পানির স্রোত বেরিয়ে আসল;তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন?তিনি কি তাঁর বান্দাদের জন্য গোশ্‌ত যোগাতে পারেন?”

21. এ কথা শুনে মাবুদ রাগে জ্বলে উঠলেন।ইয়াকুবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;

22. কারণ আল্লাহ্‌র উপরে তারা ঈমান আনে নি;তিনি যে তাদের উদ্ধার করবেনসেই কথায় তারা ভরসা করে নি।

23. তবুও তিনি উপরে আকাশকে হুকুম দিলেনআর আসমানের দরজা খুলে দিলেন।

24. লোকদের খাবার জন্য তিনি বৃষ্টির মত করে মান্না দিলেন,বেহেশতের শস্য তাদের দিলেন।

25. ফেরেশতার খাবার মানুষ খেল;তারা যত খেতে পারে তত খাবার জিনিসইতিনি তাদের পাঠিয়ে দিলেন।

জবুর 78