জবুর 75:8-9 Kitabul Mukkadas (MBCL)

8. মাবুদের হাতে একটা পেয়ালা আছে,তাতে ফেনিয়ে ওঠা মসলা মিশানো আংগুর-রস রয়েছে।তিনি সেই পেয়ালা থেকে ঢেলে দেন;দুনিয়ার সব দুষ্ট লোককে তার তলানি পর্যন্ত খেতেই হবে।

9. কিন্তু আমি চিরদিন মাবুদ সম্বন্ধে প্রচার করবআর ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-কাওয়ালী গাইব।

জবুর 75