7. তাঁর আমলে আল্লাহ্ভক্তেরা যেন প্রচুর দোয়া পায়;যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবনউন্নতিতে ভরে উঠুক।
8. তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,ফোরাত নদী থেকে দুনিয়ার শেষ পর্যন্ত হোক।
9. মরুভূমির লোকেরা তাঁর কাছে নত হোকআর তাঁর শত্রুরা তাঁকে পায়ে ধরে সালাম করুক।
10. তর্শীশ আর দ্বীপগুলোর বাদশাহ্রা তাঁকে খাজনা দিক;সাবা ও সবা দেশের বাদশাহ্রাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
11. সমস্ত বাদশাহ্রা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।