7. সমস্ত জাতির লোক তোমার চারপাশে জমায়েত হোক;তুমি বেহেশতে ফিরে গিয়ে আবার তাদের উপর রাজত্ব কর।
8. মাবুদই যেন তাদের বিচার করেন।হে মাবুদ, আমার ন্যায় কাজ ও সততা অনুসারেতুমি আমার বিচার কর।
9. হে ন্যায়ের আল্লাহ্, তুমি অন্তর ও মনের যাচাই করে থাক;তুমি দুষ্টদের দুষ্টতা শেষ করকিন্তু তোমার ভক্তকে ভাল অবস্থায় স্থির রাখ।
10. আল্লাহ্ আমার ঢাল;যারা অন্তরে খাঁটি তাদের তিনি রক্ষা করেন।
11. আল্লাহ্ ন্যায়বিচারক,দুষ্টদের বিচার তিনি সব সময়ই করে থাকেন।
12. অন্যায়কারী যদি না ফেরেতবে তিনি তাঁর তলোয়ারে শান দেবেনআর তাঁর ধনুক বাঁকিয়ে ঠিক করে নেবেন।
13. তিনি তাঁর মারণ-অস্ত্র ঠিক করে রেখেছেন,আর তাঁর জ্বলন্ত তীর তৈরী করছেন।