জবুর 69:4-6 Kitabul Mukkadas (MBCL)

4. যারা অকারণে আমাকে ঘৃণা করে,তাদের সংখ্যা আমার চুলের চাইতেও বেশী।যারা আমাকে ধ্বংস করে ফেলতে চায়তারা খুব শক্তিশালী;তারা মিথ্যা কারণে আমার শত্রু হয়েছে।আমি যা চুরি করি নি তা-ও আমাকে ফিরিয়ে দিতে হয়েছে।

5. হে আল্লাহ্‌, তুমি তো আমার বোকামির কথা জান;আমার দোষ তোমার কাছে লুকানো নেই।

6. হে মালিক, আল্লাহ্‌ রাব্বুল আলামীন,যারা তোমার অপেক্ষায় থাকেআমার দরুন তারা যেন লজ্জা না পায়।হে ইসরাইলের মাবুদ, যারা তোমাকে জানবার জন্য আগ্রহীতারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।

জবুর 69