জবুর 69:15-18 Kitabul Mukkadas (MBCL)

15. বন্যা যেন আমার উপর দিয়ে বয়ে না যায়,গভীর পানি যেন আমাকে তলিয়ে না ফেলে;কবরের মুখ যেন আমার উপর বন্ধ না হয়।

16. হে মাবুদ, তোমার মেহেরবানীর অটল মহব্বতেআমাকে তুমি জবাব দাও;তোমার অসীম মমতায় তুমি আমার দিকে ফেরো।

17. তোমার গোলামের দিক থেকেতোমার মুখ তুমি ফিরিয়ে রেখো না;আমি বিপদে পড়েছি, আমাকে শীঘ্র জবাব দাও।

18. তুমি আমার কাছে এসে আমাকে ছাড়িয়ে নাও;তুমি আমাকে মুক্ত কর, কারণ আমার শত্রু রয়েছে।

জবুর 69