4. আমি সারা জীবন তোমার প্রশংসা করব;তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব।
5. গোশ্ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে।
6. বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি,রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি;
7. কারণ তুমিই আমার সাহায্যকারী;তোমার ডানার ছায়ায় আমি কাওয়ালী গাই।