9. সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র,আর উপরের লোকেরা অসার;দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।
10. তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর ভরসা কোরো না;জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না;বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।
11. সব শক্তি আল্লাহ্রই হাতে-এ কথা তিনি অনেকবার বলেছেন,আর আমিও তা অনেকবার শুনেছি।