জবুর 59:7-12 Kitabul Mukkadas (MBCL)

7. দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে,তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে;তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”

8. কিন্তু হে মাবুদ, তাদের দেখে তুমি হাসছআর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।

9. তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব,কারণ হে আল্লাহ্‌, তুমিই আমার কেল্লা।

10. আল্লাহ্‌ তাঁর অটল মহব্বতের জন্য আমার কাছে আসবেন,আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।

11. হে মালিক, আমাদের ঢাল, আমার শত্রুদের তুমি মেরে ফেলো না,তাহলে আমার লোকদের এ সব মনে থাকবে না।তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন করযাতে তারা এখান্তেসেখানে ঘুরে বেড়ায়;তুমি তাদের পরাজিত কর।

12. তাদের মুখের গুনাহে আর ঠোঁটের কথায়যে বদদোয়া ও মিথ্যা রয়েছে,তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।

জবুর 59