6. তারা একসংগে জমায়েত হয়, আমার জন্য ওৎ পেতে থাকে;আমাকে হত্যা করবার সুযোগের জন্যতারা আমার চলাফেরা লক্ষ্য করে।
7. অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না?হে আল্লাহ্, তুমি রাগে জাতিদের ধ্বংস কর।
8. আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান;আমার চোখের পানি দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও।এ সবই তো তোমার কিতাবে লেখা আছে।