জবুর 55:12-17 Kitabul Mukkadas (MBCL)

12. যে আমাকে অপমান করছে সে যে আমার শত্রু তা নয়,তাহলে আমি সহ্য করতে পারতাম;যে আমার চেয়ে নিজেকে বড় করছেসে যে আমার বিপক্ষের লোক তা নয়,তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম।

13. কিন্তু তা করেছ তুমি, আমারই সমান একজন মানুষ,আমার দিলের সাথী, আমার ঘনিষ্ঠ বন্ধু।

14. আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল;আল্লাহ্‌র ঘরে এবাদতকারী দলের মধ্যেআমরা একসংগে হাঁটা-চলা করতাম।

15. আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক;তারা জীবিত অবস্থায় কবরে নেমে যাক,কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে খারাপী রয়েছে।

16. কিন্তু আমি আল্লাহ্‌কে ডাকব,আর মাবুদ আমাকে উদ্ধার করবেন।

17. সন্ধ্যায়, সকালে আর দুপুরেআমি কাতর স্বরে আমার নালিশ জানাতে থাকব,আর তিনি আমার স্বর শুনবেন।

জবুর 55