5. যারা গর্বিত তারা তোমার সামনে দাঁড়াতে পারে না;যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের তুমি অগ্রাহ্য কর।
6. যারা মিথ্যা কথা বলে তাদের তুমি ধ্বংস কর;যাদের মধ্যে খুনীর এবং ছলনাকারীর মনোভাব রয়েছেমাবুদ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন।
7. কিন্তু আমি তোমার অসীম মমতার দরুন তোমার ঘরে ঢুকব,তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়েভয়ের সংগে আমার মাথা নীচু করব।
8. হে মাবুদ, আমার অনেক শত্রু রয়েছে বলেতোমার ন্যায়ের পথে তুমি আমাকে পরিচালনা কর;তোমার পথ আমার সামনে সোজা করে দাও।