জবুর 48:6-11 Kitabul Mukkadas (MBCL)

6. ভয়ে সেখানে তাদের কাঁপুনি ধরে গিয়েছিলআর প্রসবকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা হয়েছিল।

7. যেমন করে জোরালো পূবের বাতাস দিয়েতিনি বড় বড় তর্শীশ-জাহাজ ভেংগে ফেললেন,তেমনি করেই তিনি তাদের ধ্বংস করলেন।

8. আল্লাহ্‌ রাব্বুল আলামীনের শহরের মধ্যে থেকে,আমাদের মাবুদের শহরের মধ্যে থেকেআমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম;দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।

9. হে আল্লাহ্‌, তোমার ঘরের মধ্যেতোমার অটল মহব্বতের কথা আমরা ধ্যান করেছি।

10. হে আল্লাহ্‌, তোমার বিষয় যেমন সব মানুষ জানেতেমনি তোমার প্রশংসা দুনিয়ার শেষ সীমা পর্যন্ত আছে;তোমার ডান হাত ন্যায় কাজ করার কুদরতে পরিপূর্ণ।

11. তোমার ন্যায়বিচার দেখে সিয়োন পাহাড় খুশী হোকআর এহুদার গ্রামগুলো আনন্দ করুক।

জবুর 48