জবুর 45:5-10 Kitabul Mukkadas (MBCL)

5. বাদশাহ্‌র শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়;তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।

6. হে আল্লাহ্‌, তোমার সিংহাসন চিরস্থায়ী;তোমার শাসন ন্যায়ের শাসন।

7. তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেজন্য আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌, তোমার সংগীদের চেয়েঅনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।

8. গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধেতোমার রাজপোশাক খোশবুযুক্ত হয়েছে;হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজেতা তোমাকে আনন্দ দেয়।

9. তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন,আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজেতোমার ডান দিকে রয়েছেন।

10. হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর।তোমার লোকদের তুমি ভুলে যাও,ভুলে যাও তোমার পিতার বাড়ীর কথা।

জবুর 45