জবুর 44:6-10 Kitabul Mukkadas (MBCL)

6. আমার ধনুকের উপর আমি ভরসা করি না,আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না;

7. কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ,আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।

8. আল্লাহ্‌কে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি;চিরকাল আমরা তোমার প্রশংসা করব। [সেলা]

9. কিন্তু এখন তুমি আমাদের ত্যাগ করেছ আর লজ্জায় ফেলেছ;যুদ্ধের সময় আমাদের সৈন্যদলের সংগে তুমি আর থাক না।

10. শত্রুদের সামনে থেকে তুমি আমাদের পিছিয়ে আসতে বাধ্য করেছ;আমাদের বিপক্ষেরা আমাদের লুট করেছে।

জবুর 44