16. কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্লে যাবেতখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
17. আমি তো প্রায় পড়েই যাচ্ছি;আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।
18. আমার দোষ আমি স্বীকার করছি;আমার গুনাহের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।
19. আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী;যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।
20. আমি তাদের যে উপকার করিতার বদলে তারা আমার ক্ষতি করে;আমি যখন ভালোর খোঁজ করিতখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।