জবুর 38:16-20 Kitabul Mukkadas (MBCL)

16. কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবেতখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”

17. আমি তো প্রায় পড়েই যাচ্ছি;আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।

18. আমার দোষ আমি স্বীকার করছি;আমার গুনাহের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।

19. আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী;যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।

20. আমি তাদের যে উপকার করিতার বদলে তারা আমার ক্ষতি করে;আমি যখন ভালোর খোঁজ করিতখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।

জবুর 38