জবুর 37:11-16 Kitabul Mukkadas (MBCL)

11. কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে;প্রচুর দোয়া পেয়ে তারা আনন্দে মাতবে।

12. আল্লাহ্‌ভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটেআর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।

13. দীন-দুনিয়ার মালিক জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে,সেজন্যই তাদের দেখে তিনি হাসেন।

14. দুঃখী ও অভাবীদের সর্বনাশ করার জন্য,সৎ পথে চলা লোকদের হত্যা করবার জন্য,দুষ্টেরা তলোয়ার বের করে আর ধনুকে টান দেয়।

15. কিন্তু তাদের তলোয়ার তাদের বুকেই ঢুকবেআর তাদের ধনুক ভেংগে যাবে।

16. অনেক দুষ্ট লোকের প্রচুর ধন আছে,কিন্তু আল্লাহ্‌ভক্তদের যেটুকু আছে সেটুকুই ভাল।

জবুর 37