জবুর 35:10-19 Kitabul Mukkadas (MBCL)

10. আমার সমস্ত শরীর তখন বলবে,“হে মাবুদ, আর কে আছে তোমার মত?তুমিই তো দুঃখীদের উদ্ধার করে থাক তাদের শত্রুদের হাত থেকেযারা তাদের চেয়ে শক্তিশালী;যারা লুটপাট করে তাদের হাত থেকেতুমি দুঃখী ও অভাবীদের উদ্ধার করে থাক।”

11. জুলুমবাজেরা মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছে,আর আমি যা জানি না সেই বিষয়ে আমাকে জেরা করছে।

12. উপকারের বদলে তারা আমার ক্ষতি করছে;হায়, কি দুর্ভাগা আমি!

13. তবুও তাদের অসুস্থতার সময় আমি চট পরেছি,রোজা রেখে নিজেকে ভেংগে চুরমার করেছি;কিন্তু আমার মুনাজাত আমার কাছেই ফিরে এসেছে।

14. ভাই ও বন্ধু-হারার মত আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি;শোক প্রকাশের সময় মা-হারার মত মাথা নীচু করেছি।

15. কিন্তু আমি যখন উচোট খেলামতখন তারা খুশী হয়ে একজোট হল।সেই সব আক্রমণকারীরা আমার অজান্তেআমার বিরুদ্ধে একজোট হল।তারা আমাকে অনবরত গালাগালি করতে লাগল।

16. উৎসবের সময়ে আল্লাহ্‌র প্রতি ভয়হীন ঠাট্টাকারীদের মতআমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগল।

17. হে মালিক, আর কতকাল তুমি এ সব দেখবে?তাদের জুলুম থেকে আমাকে রক্ষা কর;এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।

18. বিরাট মাহ্‌ফিলের মধ্যে আমি তোমার শুকরিয়া আদায় করবআর অসংখ্য লোকের মধ্যে তোমার গুণগান করব।

19. মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছেতুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না;অকারণে যারা আমাকে ঘৃণা করেআমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।

জবুর 35