জবুর 33:12-18 Kitabul Mukkadas (MBCL)

12. ধন্য সেই জাতি, যার মাবুদ আল্লাহ্‌;ধন্য সেই লোকেরা,যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন।

13. মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেনআর সমস্ত মানুষকে লক্ষ্য করেন।

14. যারা দুনিয়াতে বাস করেতাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন।

15. সকলের অন্তর তিনিই গড়েন;তারা যা কিছু করে তা তিনি বুঝতে পারেন।

16. বড় সৈন্যদল থাকলেও কোন বাদশাহ্‌ তা দিয়ে রক্ষা পেতে পারে না;মহাশক্তি দ্বারাও কোন বীর যোদ্ধা রক্ষা পেতে পারে না।

17. রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা;মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না।

18. কিন্তু মাবুদের প্রতি যাদের ভয় আছে,যারা তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে,তাদের উপর তাঁর নজর রয়েছে;

জবুর 33