জবুর 32:8-10 Kitabul Mukkadas (MBCL)

8. আমি মাবুদ তোমাকে জ্ঞান দেবআর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব;তোমাকে চোখে চোখে রেখে আমি শিক্ষা দেব।

9. তোমরা ঘোড়া বা গাধার মত হোয়ো নাযাদের বুঝবার শক্তি নেই;মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়,তা না দিলে তারা তোমাদের কাছে আসবে না।

10. দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়,কিন্তু যে মাবুদের উপর ভরসা করেমাবুদের অটল মহব্বত তাকে ঘিরে রাখে।

জবুর 32