7. হে মাবুদ, তুমি রহমত করে আমার রাজ্য অটল রেখেছ,কিন্তু যখন তুমি মুখ ফিরালেতখন আমি ভীষণ ভয় পেলাম।
8. হে মাবুদ, তোমাকেই আমি ডেকেছিলাম;আমার মালিকের কাছে আমি মিনতি করে বলেছিলাম,
9. “আমার মরণে কিংবা কবরে যাওয়াতে কি লাভ?ধুলা কি তোমার প্রশংসা করবেকিংবা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?