জবুর 3:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, দেখ, আমার শত্রুর সংখ্যা কত।দেখ, আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে।

2. অনেকে আমার সম্বন্ধে বলছে,“আল্লাহ্‌ তাকে উদ্ধার করবেন না।” [সেলা]

3. কিন্তু হে মাবুদ, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছ।তুমিই আমার গৌরব;আমার নীচু মাথা তুমিই উঁচু করেছ।

4. আমি চিৎকার করে মাবুদকে ডাকি,আর তিনি আমাকে তাঁর পবিত্র পাহাড় থেকে জবাব দেন। [সেলা]

5. আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম,কারণ মাবুদই আমাকে ধরে রাখেন।

জবুর 3