জবুর 25:4-8 Kitabul Mukkadas (MBCL)

4. হে মাবুদ, তোমার পথ আমাকে জানাও,আমাকে তোমার পথে চলতে শিখাও।

5. তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও,কারণ তুমিই আমার উদ্ধারকর্তা আল্লাহ্‌;সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।

6. হে মাবুদ, তোমার মমতা ও অটল মহব্বতের কথাতুমি ভুলে যেয়ো না;সে সব তো তোমার চিরকালের কাজ।

7. আমার যৌবনকালের গুনাহ্‌ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথাতুমি মনে রেখো না;তোমার অটল মহব্বতের দরুন তুমি আমাকে মনে রেখো,কারণ হে মাবুদ, তুমি মেহেরবান।

8. মাবুদ মেহেরবান ও সৎ,সেজন্যই তাঁর পথের বিষয়তিনি গুনাহ্‌গারদের শিক্ষা দিয়ে থাকেন।

জবুর 25