জবুর 22:22-25 Kitabul Mukkadas (MBCL)

22. ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করবআর সমাজের মধ্যে তোমার গুণগান করব।

23. তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর।ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও।ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর।

24. দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি;তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি,বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।

25. বড় সভার মধ্যে আমার যে প্রশংসাতা তোমার কাছ থেকেই আসে;তোমার উপর যাদের ভয় আছেতাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।

জবুর 22