জবুর 22:11-14 Kitabul Mukkadas (MBCL)

11. তুমি আমার কাছ থেকে দূরে থেকো না,কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে,আমার সাহায্যকারী কেউ নেই।

12. আমার চারপাশে রয়েছে যেন ষাঁড়ের দল;যেন বাশন দেশের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে ঘিরে ধরেছে।

13. শিকারের খোঁজে সিংহ যেমন গর্জন করে,তেমনি করে তারা আমার বিরুদ্ধে মুখ হাঁ করেছে।

14. আমাকে পানির মত করে ঢেলে ফেলা হয়েছে,আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে,আমার অন্তর মোমের মত হয়েআমার ভিতরে গলে গলে পড়ছে।

জবুর 22