জবুর 21:5-12 Kitabul Mukkadas (MBCL)

5. তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে;তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।

6. তুমি তাঁকে চিরস্থায়ী দোয়া করেছ;তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।

7. মাবুদের উপরেই বাদশাহ্‌ ভরসা করেন;আল্লাহ্‌তা’লার অটল মহব্বত তাঁকে স্থির রাখবে।

8. তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।

9. তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবেচুলার জ্বলন্ত কয়লার মত।মাবুদ রাগে তাদের গিলে ফেলবেন,তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।

10. দুনিয়ার বুক থেকে তাদের বংশধরদেরতুমি ধ্বংস করে ফেলবে;ধ্বংস করে দেবে তাদের বংশ মানুষের মধ্য থেকে।

11. যদিও তারা তোমার বিরুদ্ধেদুষ্ট ষড়যন্ত্র আর কুমতলব করেছে,তবুও তারা তাতে সফল হতে পারবে না;

12. কারণ তুমি তাদের মুখ লক্ষ্য করেযখন তোমার ধনুকে টান দেবে,তখন তাদের পালিয়ে যেতে তুমি বাধ্য করবে।

জবুর 21