জবুর 20:5-8 Kitabul Mukkadas (MBCL)

5. তোমার জয়ে আমরা যেন আনন্দ করিআর আমাদের আল্লাহ্‌র নামে নিশান উড়াই।মাবুদ তোমার সমস্ত মুনাজাত কবুল করুন।

6. এখন আমি জানি,মাবুদ তাঁর অভিষেক-করা বান্দাকে রক্ষা করেন;তাঁর ডান হাতের রক্ষা করার শক্তিতেতিনি পবিত্র বেহেশত থেকে3 তাঁর অভিষেক-করা বান্দার ডাকে সাড়া দেন।

7. অনেকে তাদের রথের বড়াই করে,অনেকে করে তাদের ঘোড়ার,কিন্তু আমরা করি আমাদের মাবুদ আল্লাহ্‌র।

8. তারা নীচু হয়েছে, তারা পড়ে গেছে,কিন্তু আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি।

জবুর 20