জবুর 16:2-6 Kitabul Mukkadas (MBCL)

2. আমি মাবুদকে বলেছি, “তুমিই আমার মালিক;তুমি ছাড়া আর কিছুতে আমার ভাল নেই।”

3. দুনিয়ার যে সব লোক আল্লাহ্‌র, তাঁরা মহান;তাঁদের নিয়েই আমার সব আনন্দ।

4. যারা দেব-দেবীকে উপহার দিয়ে নিজের করে নেয়তাদের দুঃখ বেড়ে যাবে।তারা রক্তের যে ঢালন-কোরবানী করে আমি তা করব না;দেব-দেবীর নামও আমি মুখে আনব না।

5. মাবুদ, তুমিই আমার সম্পত্তি;তুমিই আমার পিপাসার পানি।আমার ভাগ্য তোমার হাতেই আছে।

6. আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার;আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।

জবুর 16