1. আলহামদুলিল্লাহ্!তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও,আল্লাহ্ভক্তদের মাহ্ফিলে তাঁর প্রশংসা-কাওয়ালী গাও।
2. ইসরাইল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক,সিয়োনের লোকেরা তাদের বাদশাহ্কে নিয়ে খুশী হোক।
3. তারা নাচতে নাচতে তাঁর প্রশংসা করুক,খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার কাওয়ালী করুক;