2. মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন;দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।
3. যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;তাদের সব আঘাত তিনিই বেঁধে দেন।
4. তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
5. আমাদের মালিক মহান, তাঁর কুদরত প্রচুর;তাঁর জ্ঞান বুদ্ধির সীমা নেই।
6. মাবুদ নম্র লোকদের ধরে রাখেন,কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।