1. আলহামদুলিল্লাহ্!আমাদের আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী গাওয়া কত ভাল!তা কি সুন্দর!তাঁর প্রশংসা করা কত উপযুক্ত!
2. মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন;দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।
3. যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;তাদের সব আঘাত তিনিই বেঁধে দেন।