জবুর 145:9-18 Kitabul Mukkadas (MBCL)

9. মাবুদ সকলের জন্যই মেহেরবান;তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।

10. হে মাবুদ, তুমি যা কিছু সৃষ্টি করেছসে সবই তোমাকে শুকরিয়া জানাবে;তোমার ভক্তেরা তোমার প্রশংসা করবে।

11. তারা তোমার রাজ্যের গৌরবের কথাআর তোমার কুদরতীর কথা বলবে;

12. যাতে সব মানুষ তোমার কুদরতী-কাজের কথা জানতে পারে,আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।

13. তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য;তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।

14. যারা পড়ে যাচ্ছে মাবুদ তাদের ধরে রাখেন;যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।

15. আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে;ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক।

16. সমস্ত প্রাণীর মনের ইচ্ছাতুমি হাত খুলে পূরণ করে থাক।

17. মাবুদ তাঁর সমস্ত পথে ন্যায়বানআর সমস্ত কাজে বিশ্বস্ত।

18. যারা মাবুদকে ডাকে, অন্তর দিয়ে ডাকে,তিনি তাদের কাছেই থাকেন।

জবুর 145