6. লোকে তোমার ভয়-জাগানো কুদরতি কাজের কথা বলবে,আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।
7. তুমি যে তাদের প্রচুর মেহেরবানী করেছ তা তারা বলে বেড়াবে,তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে কাওয়ালী গাইবে।
8. মাবুদ দয়াময় ও মমতায় পূর্ণ;তিনি সহজে রেগে উঠেন না এবং তাঁর অটল মহব্বতের সীমা নেই।
9. মাবুদ সকলের জন্যই মেহেরবান;তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।