জবুর 145:2-7 Kitabul Mukkadas (MBCL)

2. প্রতিদিন আমি তোমার প্রশংসা করব;চিরকাল তোমার গৌরব করব।

3. মাবুদ মহান আর সব চেয়ে বেশী প্রশংসার যোগ্য;কেউ তাঁর মহত্ব বুঝে উঠতে পারে না।

4. এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছেতোমার কাজের গুণগান করবে;তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে।

5. আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমকআর তোমার অলৌকিক চিহ্ন সম্বন্ধে ধ্যান করব।

6. লোকে তোমার ভয়-জাগানো কুদরতি কাজের কথা বলবে,আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।

7. তুমি যে তাদের প্রচুর মেহেরবানী করেছ তা তারা বলে বেড়াবে,তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে কাওয়ালী গাইবে।

জবুর 145