জবুর 138:3-7 Kitabul Mukkadas (MBCL)

3. আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে জবাব দিলে;আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে।

4. হে মাবুদ, তোমার মুখের কথা শুনেদুনিয়ার সমস্ত বাদশাহ্‌ তোমার প্রশংসা করবে।

5. তারা মাবুদের কাজ নিয়ে কাওয়ালী গাইবে,কারণ মাবুদের মহিমা মহৎ।

6. যদিও মাবুদ সব কিছুর উপরে আছেনতবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন,কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।

7. যখন আমি বিপদের মধ্য দিয়ে চলিতখন তুমি আমার প্রাণ রক্ষা কর;তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর,আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে।

জবুর 138